July 27, 2017

বাকেরগঞ্জে বাস চাপায় স্কুল ছাত্র নিহত

--- ১৫ সেপ্টেম্বর, ২০১৩

বরিশাল টুডে ॥ বরিশাল-পটুয়াখালী সড়কে বাস চাপায় এক স্কুল ছাত্র নিহত হয়েছে। রোববার বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত স্কুল ছাত্র সোহেল আহমেদ (১৫) বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা গ্রামের বারেক মাঝির ছেলে। সে বাকেরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র ছিলো।

কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন হালদার জানান, সকালে বাড়ি থেকে পায়ে হেটে বিদ্যালয়ে যাওয়ার পথে একটি বাস তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় তার মৃত্যু হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১