July 22, 2017

বরিশালে শিক্ষিকাকে জুতা পেটা প্রধান শিক্ষক গ্রেফতার

--- ২৩ সেপ্টেম্বর, ২০১৩

বরিশাল টুডে ॥ বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকাকে সোমবার দুপুরে লাইব্রেরীতে বসে জুতা পেটা করেছেন একই স্কুলের প্রধান শিক্ষক। এ ঘটনায় পুলিশ ওইদিন বিকেলে প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মামুনকে গ্রেফতার করেছে।

ঐ স্কুলের সহকারি শিক্ষিকা মাহমুদা খানম জানান, একই স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মামুন দীর্ঘ তিন বছর ধরে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক মেলামেশা করে আসছে। বিয়ের জন্য তাকে একাধিকবার চাপ প্রয়োগ করা হলে সে নানা তালবাহানা শুরু করে।

গতকাল সোমবার দুপুরে স্কুলের লাইব্রেরীতে বসে সকল শিক্ষকদের সম্মুখে মাহমুদা তাকে বিয়ে করার জন্য প্রধান শিক্ষককে চাপ প্রয়োগ করে। এসময় বিয়ে করতে অপরাগতা প্রকাশ করে ক্ষিপ্ত হয়ে প্রধান শিক্ষক মামুন তাকে (মাহমুদাকে) জুতাপেটা করে। এঘটনায় থানায় অভিযোগ দেয়া হলে ঐ দিন বিকেলে পুলিশ প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির মামুনকে গ্রেফতার করেছে। উভয় শিক্ষকের বাড়ি বামরাইল গ্রামে। বিষয়টি নিয়ে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১