July 23, 2017

বরিশালে জাতীয় কন্যাশিশু দিবসে মানববন্ধন

--- ৩০ সেপ্টেম্বর, ২০১৩

manobbondon

আসমা আক্তার ॥ নারীর অগ্রযাত্রা , ধর্মীয় মূল্যবোধ ও আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে বাঁধা নয় বরং পরিপূরক এই শ্লোগান নিয়ে বরিশালে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বেলা এগারোটায় অশ্বিনী কুমার হলের সামনে ক্যাপ্টেন বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।  

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন।

এতে জেলা প্রশাসক মো. শহীদুল আলম সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ তালুকদার মো. ইউনুচ, বিভাগীয় কমিশনার মো.নূরুল আমিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ প্রমূখ।
সাংসদ ইউনুচ বলেন, যারা নারীর স্বাধীনতা ,উন্নয়ন আর অগ্রগতির ক্ষেত্রে অন্তরায় তাদেরকে প্রতিহত করা হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে ও নারীর অগ্রযাত্রা এগিয়ে নিতে আমরা কাজ করে যাবো।

বিভাগীয় কমিশনার মো.নূরুল আমিন বলেন, সংবিধানের ২৮ নং অনুচ্ছেদে বলা আছে নারী ও পুরুষের সমান অধিকার। তাই আমরা চাইবো সমান তালে এগিয়ে যেতে। এ মানববন্ধন কর্মসূচিতে মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১