July 22, 2017

২২ অক্টোবর বরিশালে খালেদা জিয়ার জনসভা হবে সর্ববৃহৎ– মেয়র কামাল

--- ৯ অক্টোবর, ২০১৩

barisal-bnp

কাজী রনী ॥ আগামী ২২ অক্টোবর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বরিশালে জনসমাবেশ উপলক্ষে ১৮ দলীয় জোটের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর বরিশাল ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার সভাপতি কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি বলেন, খালেদা জিয়ার এবারের জনসমাবেশ বরিশালের রাজনীতিতে নতুন মেরুকরন নিয়ে আসবে। মহাসমাবেশ থেকেই তত্বাবধায়ক সরকার দাবীতে আন্দোলন শুরু হবে। সমাবেশ সফল করতে জেলা থেকে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সর্বদলীয় কমিটি করার আহবান জানিয়েছেন তিনি।

সভায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা দক্ষিন বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল বলেন, সিটি নির্বাচনে জয়লাভের দ্বারা বিএনপির বরিশালের ঘাটি পুনরুদ্ধার হয়েছে। সেই ঘাটিতে এবারে খালেদা জিয়ার সর্ববৃহৎ জনসভা হবে। জনসভা সফল করতে ১৮ দলীয় জোটের সকল নেতা-কর্মীকে একত্রে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা দক্ষিন বিএনপির সাধারন সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, মহানগর সাধারন সম্পাদক কারুল আহসান শাহিন, মহানগর জামায়াতের আমীর মোয়াজজম হোসেন হেলালসহ ১৮ দলীয় জোটের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১