July 22, 2017

বরিশালে বিএনপি-আওয়ামী লীগের পাল্টাপাল্টি মিছিল

--- ২৭ অক্টোবর, ২০১৩

to-day-bnp-&-awamilig

বরিশাল টুডে ॥ হরতালে বিএনপি ও আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশ ও মিছিল করেছে। সকালে নাজিরের পুল থেকে মহানগর বিএনপির সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে বিএনপি।

সমাবেশে বক্তৃতা করেন সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, উত্তর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মহানগর বিএনপির সাধারন সম্পাদক কামরুল আহসান শাহিন, জামায়াতের মহানগর আমীর এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল প্রমুখ।

অপরদিকে বেলা সাড়ে ১১টার দিকে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী সমাবেশ করে মহানগর আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন হিরন। সমাবেশ শেষে তারা নগরীতে হরতাল বিরোধী মিছিল বের করে।

আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা দিনভর মোটর সাইকেল নিয়ে নগরীতে মহরা দেয়।

একই সাথে হরতাল সমর্থকরা বিভিন্ন স্থানে চোরাগুপ্তা হামলা চালায়। বড় ধরনের কোন অপ্রতিকর ঘটনা ঘটেনি। দোকান পাঠ বন্ধ রয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ তবে নগরীতে সীমিত আকারে কিছু রিক্সা ও অটো রিক্সা চলাচল করছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১