July 22, 2017

বরিশালে বিএনপি-জামাতের ১৫ নেতাকর্মী গ্রেফতার

--- ৯ নভেম্বর, ২০১৩

বরিশাল টুডে ॥ বিএনপি-জামাতের ডাকা ৭২ ঘন্টা হরতালে নাশকতা সৃষ্টির আশংকায় শুক্রবার রাতভর বিএনপি-জামাত নেতাকর্মিদের বাসায় বাসায় অভিযান চালিয়েছে ১৫ নেতাকর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে কোতয়ালী মডেল থানা পুণিশ ২ জন, কাউনিয়া থানা পুলিশ ৫ জন ও বিমানব বন্দর থানা পুলিশ ৮ জনকে গ্রেফতার করে। তবে গ্রেফতার আতংকে অধিকাংশ নেতাকর্মি নিজ নিজ বাসা ছেড়ে আশ্রয় নিয়েছেন তাদের আত্মীয় স্বজনদের বাসায়।

কোতয়ালী মডেল থানা পুলিশের একাধিক সূত্র জানায়, শুক্রবার রাতে মহানগর জামাতের আমীর এ্যাডভোকেট মুয়াজ্জম হোসাইন হেলাল, মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক, বিএনপি নেতা সৈয়দ আকবর, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু, ছাত্রদল নেতা বাদলসহ বিএনপি জামাতের শীর্ষ নেতাদের বাসায় বাসায় অভিযান চালানো হয়।

এসময় সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান পিন্টু, ও ছাত্রদল নেতা বাদলকে গ্রেফতার করা হলেও অন্যদের বাসায় পাওয়া যায়নি। এছাড়া কাউনিয়া থানা পুলিশ নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ বিএনপি-জামাত নেতাকর্মিকে গ্রেফতার করে। এছাড়া বিমানবন্দর থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করে। এদিকে বরিশাল জেলার ১০ থানার কোথাও বিএনপি-জামাতের কোন নেতাকর্মি গ্রেফতার হয়নি।  তবে যে কোন নাশকতা রোধ আইনের সর্ব্বোচ্চ প্রয়োগ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার একেএম এহসানউল্লাহ।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১