July 23, 2017

বরিশালের শেবাচিম হাসপাতালের লিফট ছিড়ে আহত ৫

--- ১৯ নভেম্বর, ২০১৩

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের লিফট ছিড়ে ৫ দর্শনার্থী আহত হয়েছে।

মঙ্গলবার বিকেল সড়ে ৪ টায় এ ঘটনা ঘটেছে।

আহতদের মধ্যে পারুল বেগম নামের এক বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকি আহত নুরুন্নহার, আঃ হামিদ মিয়া, আসলাম হাওলাদার ও নিলুফা বেগম হাসপাতাল থেকে প্রথামিক চিবিৎসা নিয়েছেন।

লিফট ম্যান মোঃ রাজিব জানান, নিষেধ করা সত্বেও হাসপাতালের ৫ তলা থেকে ৫ জন ধারন ক্ষমতার একটি লিফটে ৮ থেকে ১০ রোগীর দর্শনার্থী জোর পূর্বক উঠেন। ফলে ৪০ বছরেও বেশী পুরাতন লিফটির বহন ক্ষমতার বাহিরে চলে যায়।

এ অতিরিক্ত দশনার্থী বহনের ফলে লিফটি ৩য় তলার কাছে আসলে লিফটি ছিড়ে নিচে পরে যায়।

এতে লিফটে থাকা প্রায় ৫/৬ দর্শনার্থী আহত হয়।

আহতদের মধ্যে পারুল বেগম নামের এক বৃদ্ধা গুরুত্বর হওয়ায় তাকে ভর্তি করে দেয়া হয়েছে বলে জানান জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোঃ ফকরুল আলম। তিনি আরো জানান, বাকী আহতদের কাটা স্থল ডেসিং করে দেয়া হয়েছে।

উল্লেখ্য ১৯৭২ সালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার সময় মানদাতার আমলে ১০টি লিফট বসানো হয়। বয়সের ভারে ধীরে ধীরে লিফট গুলো অকেজ হয়ে পড়ছে। এ কারণে মঙ্গলবারের মতো এমন দূর্ঘটনার ঘটনা ঘটছে প্রায় প্রতিদিনই। এমন ঘটনার পরও গনপূত্র বিভাগ নতুন লিফট আমদানীর বিষয়ে তেমন কোন উদ্যেগ নিচ্ছে না। তবে প্রতি বছরই পুরাতন ওই লিফট গুলো ঝালাই করার নামে খরচ হচ্ছে লাখ লাখ টাকা।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১