September 21, 2017

সমাবেশে এমপি সরোয়ার ॥ বরিশালে সরকারের কোন মন্ত্রীকে ঢুকতে দেয়া হবে না

--- ২২ নভেম্বর, ২০১৩

barisal-bnp

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মহানগর বিএনপি’র সভাপতি মজিবর রহমান সরোয়ার এমপি বলেছেন, এমন আন্দোলন কর্মসূচি দেয়া হবে যে, এ সরকারের কোন মন্ত্রীকে বরিশাল ঢুকতে দেয়া হবে না। নির্বাচন কমিশন ত্বত্তাবধায়ক সরকার ছাড়া দলীয় সরকারের অধিনে প্রহসনের নির্বাচন আয়োজন করলে কোন কেন্দ্রে ভোটার বাক্স নিয়ে যেতে দেয়া হবে না। আজ শুক্রবার সকালে নগরীর অশ্বিনী কুমার টাউন হলস্থ দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মহানগর বিএনপি’র সম্পাদক এডভোকেট কামরুল আহসান শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ এমপি, বিশিষ্ট শিল্পপতি এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, মহানগর জামাতের আমীর এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, সেক্রেটারী আমিনুল ইসলাম খসরু, বিএনপি নেতা এবায়েদুল হক চান প্রমুখ বক্তৃতা করেন।

সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয। মিছিলটি নগরীর প্রধানন প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০