July 22, 2017

সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই ॥ বরিশালে সুজন সম্পাদক

--- ২৩ নভেম্বর, ২০১৩

বরিশাল টুডে ॥ গণতান্ত্রিক ও চলমান অর্থনৈতিক ধারা অব্যাহত রাখতে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। শনিবার বিএনডিএন মিলনায়তনে জেলা-মহানগরের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধ আক্কাস হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. বদিউল আলম মজুমদার বলেন, চলমান সংকট রাজনীতিবিদরা চাইলে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারে। আর আলোচনার মাধ্যম সমাধান দেশ ও জনগনের মঙ্গলে ইতিবাচক ভুমিকা রাখবে বলে মনে করেন তিনি।  

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল মহানগর কমিটির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাস চুন্নু, সবরিশাল প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল প্রমূখ। এছাড়াও সভায় বরগুনা, ভোলা, পিরোজপুর ও ঝালকাঠী জেলা ও উপজেলা থেকে আসা প্রতিনিধিরা অংশ নেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১