July 22, 2017

বরিশালে জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টূর্ণামেন্ট উদ্বোধন

--- ২৮ নভেম্বর, ২০১৩

dc

বরিশালে এই প্রথম জেলা প্রশাসক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব আমিনুল ইসলাম সুরুজ, বিসিসি’র সাবেক ভাইস প্রেসিডেন্ট আসাদুজ্জামান খসরু। এ সময় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রাহন করছে। উদ্বোধনী টি-২০ ম্যাচে বিসিসি ১০ উইকেটে হারিয়েছে ভোলা ফোর প্লে ক্রিকেট একাডেমীকে। টসে জিতে ভোলা ফোর প্লে ক্রিকেট একাডেমী ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৮ উইকেটে তারা ১৪০ রান সংগ্রহ করে। ভোলা ফোর প্লে ক্রিকেট একাডেমীর পক্ষে অমি অনিক সর্বোচ্চ ৪৪ রান সংগ্রহ করে।

জবাবে বিসিসি ১৬ দশমিক ১ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌছে যায়। উদ্বোধনী ব্যাটসম্যান রুবেল ৫৮ ও পাপ্পু ৭১ রানে অপরাজিত থাকে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১