July 27, 2017

৫০ পার্সেন্টের কম ভোট পড়লেও দ্বিতীয়বার নির্বাচন সংবিধানে নেই: আনোয়ার হোসেন মঞ্জু

--- ২৮ নভেম্বর, ২০১৩

monju

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও জাতীয়পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘বাংলাদেশের জাতীয় নির্বাচনে ভোটের পার্সেন্টেস কোনো বিষয় নয়। নির্বাচনে ৫০ পার্সেন্টের কম ভোট পড়লেও দ্বিতীয় বার নির্বাচন করা দেশের সংবিধানে নেই। নির্বাচনে বিএনপি আসবে কি না—সেটা তাদের দলীয় বিষয়। আমার যেমন নির্বাচন করার গণতান্ত্রিক অধিকার আছে অন্যেরও তেমনি নির্বাচন না করার গণতান্ত্রিক অধিকার আছে। নির্বাচনে স্বল্প পার্সেন্ট ভোটার উপস্থিতি হলেও নির্বাচনে কোনো প্রভাব পড়বে না। স্বল্প পারসেন্ট ভোট পড়লেও নির্বাচন সম্পন্ন হবে।’ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি সৌধে পুস্পস্তবক অর্পণ, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতের পর বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের কাছে এ সব কথা বলেন।

বিএনপি নির্বাচনে আসবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এ ব্যাপারে সরকারের তরফ থেকে আমি কোনো কথা বলতে পারি না। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কথা বলবেন। তবে ‘৮৬ সালে বিএনপি ছাড়া এবং ‘৮৮ সালে আওয়ামী লীগ ও বিএনপি ছাড়াই নির্বাচন হয়েছে।’

বিরোধীদলের আন্দোলন সম্পর্কে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘আমরাও আন্দোলন করেছি। বিরোধীদলও আন্দোলন করছে। আন্দোলনের নামে রেল লাইন, গাড়ি পুড়িয়ে সম্পদ নষ্ট করা হয়, মানুষ হত্যা করা হচ্ছে—এটা সমর্থনযোগ্য নয়। তবে এর দায়ভার বিএনপি বা জামায়ত না নিয়ে দুর্বৃত্তদের দায়ী করছে।’

এ সময় আনোয়ার হোসেন মঞ্জুর সঙ্গে ছিলেন জেপি নেতৃবৃন্দ ছাড়াও তার মেয়ে তারিন হোসেন, নাতি রায়হান হোসেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাসসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা। এরপর উপদেষ্টা বঙ্গব্ধুর সমাধিসৌধে রক্ষিত মন্তব্য বইতে স্বাক্ষর করেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১