July 22, 2017

বরিশালে গাছ ফেলে সড়ক অবরোধ ॥ ককটেল বিস্ফোরণ

--- ৩০ নভেম্বর, ২০১৩

বরিশালে ১৮ দলের ডাকা ৭২ ঘন্টা অবরোধের ১ম দিনে অভ্যন্তরীন ও দুরপাল্লার সড়ক পথের সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকাসহ সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দুএকটি লঞ্চ চললেও তা ছিল যাত্রী শূন্য।

সকাল সাড়ে ৬টায় কাশিপুর বাজার সংলগ্ন এলাকায় জেলা ছাত্রদল আহবায়ক মাসুদ হাসান মামুনের নেতৃত্বে মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরবর্তীতে লাকুটিয়া সড়কে গাছ ফেলে অবরোধ করে। এসময় ৩টি ককটেল বিস্ফোরণ করা হয়।

একই সময় মহানগর ছাত্র দলের যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে টিটিসির সামনে সিএন্ডবি রোডে গাছে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে তাতে অগ্নিসংযোগ করা হয়।

এ সময় সেখানে কয়েকটি ককটেল বিস্ফোরন ঘটায় অবরোধকারীরা। এর আগে নবগ্রাম রোডের সরদার বাড়ির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর ছাত্রদল।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১