July 23, 2017

১০ম জাতীয় সংসদ নির্বাচন ॥ ৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২২জন প্রার্থী

--- ২ ডিসেম্বর, ২০১৩

index

জেলার ৬টি আসনে সোমবার পর্যন্ত মোট ২২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবকে চীফ হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ ও জাতীয় পার্টি (এ) মনোনীত প্রর্থী এসএম  পারভেজ রানা।

বরিশাল-২ ( উজিরপুর-বানারীপাড়া ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস এমপি, শাহে আলম তালুকদার, জাতীয় পার্টি (এ) নাসির উদ্দিন নাসিম হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার।  

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সচিব ইতিহাসবীদ ড. সিরাজ উদ্দিন আহম্মেদ, জাতীয় পার্টি (এ) মনোনীত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু এমপি, ওয়ার্কার্স পার্টির মনোনীত এডভোকেট শেখ টিপু সুলতান ও স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান শরীফ।

বরিশাল-৪ ( হিজলা-মেহেন্দিগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক পঙ্কজ দেবনাথ, জাতীয় পার্টি (জেপি) মনোনীত শেখ মোঃ জয়নাল, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা  গোলাম ওয়াহীদ হারুন, বিএনএফ মনোনীত আঞ্জুমান সালাউদ্দিন, জাতীয় পার্টি (এ) মনোনীত প্রার্থী নাসির উদ্দিন সাথী।

বরিশাল-৫ ( সদর) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি সাবেক সিটি মেয়র শওকত হোসেন হিরন, জাতীয় পার্টি (এ) মনোনীত সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর একেএম মুরতজা আবেদীন ও বিএনএফ মনোনীত সাইফুল ইসলাম খান।

বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আওয়ামীলীগ মনোনীত মেজর জেনারেল (অবঃ) আব্দুল হাফিজ মল্লিক, জাতীয় পার্টির (এ) মনোনীত নাসরিন জাহান রতনা এমপি, জাসদ মনোনীত মোঃ মহসিন, ন্যাপ (মোজাফফর) মনোনীত জাহাঙ্গীর হোসেন খান।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১