September 21, 2017

বরিশালে হরতাল ও অবরোধে ভাংচুর-ককটেল বিস্ফোরন

--- ১১ ডিসেম্বর, ২০১৩

hartal

অটো-মহেন্দ্রা টেম্পু ভাংচুর, ককটেল বিস্ফোরন, বিএনপি নেতাকর্মিদের উপর পুলিশের বেধড়ক লাঠিচার্জ ও অগ্নিসংযোগের মধ্য দিয়ে পালিত হয়েছে অবোরেধ কর্মসূচী। অবরোধের সমর্থনে সকাল থেকে নগরীতে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। বুধবার বেলা ১১ টায় নগরীর কাশিপুরে একটি মহেন্দ্রা টেম্পু ভাংচুর করে পিকেটাররা। দুপুরে নগরীর সদর রোডস্থ আলী ইন্টার ন্যাশনাল হোটেলের সামনে একটি অটো ভাংচুর করা হয়। কোতয়লী থানার অদূরে এ ভাংচুরের সময় পিকেটাররা সেখানে কয়েকটি বোমার বিস্ফোরন ঘটায়।

সকাল ৭ টায় গৌরনদী টরকী বন্দরে টায়ারে অগ্নি সংযোগ করে সড়ক অবরোধ ও সমাবেশের  সময় পুলিশ বিএনপি নেতাকর্মিদের উপর লাঠিচার্য করে ছত্রভঙ্গ করে দেয়। এতে উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহানসহ ১৫ নেতাকর্মী আহত হয় বলে দাবী বিএনপি ।

এদিকে হরতাল ও অবরোধে অন্যান্য দিনের তুলনায় সকাল থেকে নগরীতে গণ পরিবহনের সংখ্যা ছিলো অনেকটা কম। নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নৌ-বন্দর থেকে সকল নৌ-যান চলাচল স্বাভাবিক  রয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০