July 22, 2017

বরিাশালে গাছ কেটে সড়ক অবরোধ

--- ১৫ ডিসেম্বর, ২০১৩

barisal-hartal

যানবাহন ভাংচুর-অগ্নিসংযোগ, গাছ কেটে সড়ক অবরোধ, টায়ারে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরন ও বিক্ষোভ মিছিলে মধ্য দিয়ে পালিত হলো জামাতের ঢাকা সকাল সন্ধ্যা হরতাল।

হরতালের শুরুতেই রবিবার সকালে নগরীর গড়িয়ারপাড় ও লাকুটিয়া সড়কে গাছ কেটে সড়ক অবরোধ করে জামাত শিবির নেতাকর্মিরা।

এ সময় ঐ এলাকায় বেশ কয়েকটি যানবাহন আটকা পরে। এছাড়া নগরীর  সিএ্যান্ডবি রোড, হাসপাতাল রোড়, আবহাওয়া অফিস সড়ক, কালিজিড়া ও দফদপিয়াসহ বিভিন্ন স্থানে টায়ারে অগ্নিসংযোগ করে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরন ঘটায় জামাত শিবির কর্মিরা।

এসময় বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করা হয় হয়।

এ ঘটনায় বিভিন্ন স্থান থেকে ১৪ জামাত শিবির কর্মিকে গ্রেফতার করে পুলিশ।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১