July 27, 2017

বরিশালে নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের উপকরণ প্রেরণ

--- ১ জানুয়ারি, ২০১৪

nirbachon

আসমা আক্তার ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনে জেলার ৩টি নির্বাচনী এলাকায় ভোট গ্রহনের উপকরন প্রেরন করেছেনন জেলা রিটানিং অফিসার। গতকাল বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিশেষ সভা শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এই মালামাল বন্টন করা হয়। ৩টি আসনে দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসাররা মালামাল গ্রহন করে পুলিশ প্রহরায় ট্রাকযোগে স্ব-স্ব এলাকায় নিয়ে যান।

জেলার সহকারী রিটার্নিং অফিসার মো. দুলাল তালুকদার জানিয়েছেন, বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে বরিশাল-২, ৩ ও ৪ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঐ আসনগুলোর ২৯১টি কেন্দ্রের ১ হাজার ৬১৪টি কক্ষে ৫ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে ভোটার অনুযায়ী ব্যালট পেপার, ব্যালট বক্স এবং নির্বাচনী কাজে প্রয়োজনীয় স্টেশনারী মালামাল সরবরাহ করা হয়েছে।

উল্লেখ্য, বরিশাল- ১, ৫ ও ৬ আসনে যথাক্রমে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির (এ) একক প্রার্থী থাকায় সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে না। উল্লে¬খিত আসনগুলোতে একক প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১