September 21, 2017

বরিশালে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

--- ২ জানুয়ারি, ২০১৪

book

আসমা আক্তার ॥ সারা দেশের সাথে একযোগে এ অঞ্চলের সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে। সকাল ১০টায় সিসটারস-ডে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম। এছাড়াও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবের উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ নূরুল আমীন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মাহবুব এলাহী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ড. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও সকাল ১১টায় নগরীর জগদ্বীশ স্বারস্বত গার্লস স্কুল এন্ড কলেজে পাঠ্য পুস্তক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মকবুল হোসেন। উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার কাজী মানোয়ার হোসেন, জগদ্বীশ স্বারস্বত গার্লস স্কুল এন্ড কলেজ কমিটির সভাপতি বাকসু’র সাবেক ভিপি আনোয়ার হোসাইন, অধ্যক্ষ আবু মোহাম্মদ ফারুক।

এ বছর বিভাগের ৭৬৮৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হয়েছে ৬৫ লাখ ৩০ হাজার ৪৯৩টি নতুন বই। এর মধ্যে ৩ হাজার ৩০৩টি সরকারী প্রাথমিক, ২ হাজার ৪৪১টি রেজিস্ট্রার্ড প্রাথমিক, ৫টি পরীক্ষন বিদ্যালয়, ১৪৯টি কমিউনিটি বিদ্যালয়, ৬৪৭টি এনজিও স্কুল, ৩০২টি কেজী স্কুল, ১১৩টি উচ্চ বিদ্যালয় সংযুক্ত স্কুল, ১১টি নি¤œ মাধ্যমিক বিদ্যালয় সংযুক্ত স্কুল, ৪৬৭টি আনন্দ স্কুল, ১৬৫টি নন রেজিস্ট্রার্ড এবং অন্যান্য ৮৪টি স্কুল রয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০