July 22, 2017

বাবুগঞ্জে মা ও ছেলেকে কুপিয়ে হত্যা

--- ৭ জানুয়ারি, ২০১৪

barisal-news-babugonj

বাবুগঞ্জের উপজেলার উত্তর দেহেরগতির খ্রীষ্টান পল্লীতে সোমবার গভীর রাতে মা ও ছেলকে নৃশংস ভাবে কুপিয়ে মাথা ও শরীর থেতলে হত্যা করেছে দুর্বুত্তরা। নিহতের নাম মনিকা মৃধা (৬৫) ও ছেলে সুশীল মৃধা (৪০)।

আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। সোমবার গভীর রাতে একদল দুুর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটিয়ে কম্বলের ভিতরে রেখে দরজায় তালা দিয়ে চলে যায়। সকালে এনজি’র সদস্যরা কিস্তির টাকা নিতে আসলে তাদের ঘর তালাবদ্ধ দেখে মোবাইলে ফোন দেয়।

এসময় ঘরের ভেতর থেকে ফোনের রিংটোন বাজলেও কোনো সারাশব্দ না পেয়ে জানালার ফাঁক দিয়ে রক্তমাখা হাত দেখে বাবুগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। বাবুগঞ্জ থানার ওসি মোঃ শাহ আলম ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙ্গে মা ও ছেলের লাশ উদ্ধার করে।

পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১