September 21, 2017

বাবুগঞ্জে মা-ছেলে হত্যাকান্ডের ঘটনার ক্লু পায়নি পুলিশ

--- ৮ জানুয়ারি, ২০১৪

barisal-news-babugonj

বাবুগঞ্জ উপজেলার খৃষ্টান পাড়ায় মা ও ছেলে খুনের ঘটনায় কুলকিনার পাচ্ছেনা পুলিশ। লাশ উদ্ধারের ২৪ ঘন্টা পরেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মঙ্গলবার রাতেই নিহতের মেয়ে সবিতা রানী মৃধা মামলা করেন।

বাবুগঞ্জ থানার ওসি শাহ আলম জানান, হত্যার প্রকৃত কারন এখন পর্যন্ত জানা যায়নি। তবে পলাতক মাদকাসক্ত ছেলে সমীরনকেই প্রধান সন্দেহ ভাজন হিসেবে সনাক্ত করা হচ্ছে।

উপজেলার উত্তর দেহেরগতি ইউনিয়নের খৃষ্টান পাড়ায় ঐ হতাকান্ডে নিহত মনিকা মৃধা (৬৫) মৃধার দু’ মেয়ে সবিতা রানী মৃধা ও শিল্পি রানী মৃধা মঙ্গলবার রাতে ঢাকা থেকে বাড়িতে ফিরে আসেন। বড় বোন সবিতা মামলা দায়ের করলেও তার মা ও ভাইকে কারা হত্যা করেছে সে ব্যাপারে রয়েছে অন্ধকারে।

তাদের অপর ভাই সমীরন মৃধা পলাতক রয়েছে নাকি তার ভাগ্যে অন্য কিছু ঘটেছে তাও নিশ্চিত নন সবিতা ও শিল্পি। কি কারনে তাদের মা ও ভাইকে খুন করা হয়েছে এবং অপর ভাই নিখোঁজ রয়েছে তা কিছুই বুঝে উঠতে পারছেন না। পুরো গ্রাম জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ হত্যাকান্ডের কোনো কুল-কিনারা করতে পারছে না।

প্রসঙ্গত ঃ সোমবার গভীর রাতে মা মনিকা মৃধা (৬৫) ও ছেলে সুশীল মৃধাকে (৪০) নৃশংস ভাবে কুপিয়ে মাথা ও শরীর থেতলে হত্যা করেছে দুর্বুত্তরা।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০