September 21, 2017

সাংবাদিক শাহ পরানের চিকিৎসায় যারা এগিয়ে এলেন

--- ১২ জানুয়ারি, ২০১৪

zila-parisad-barisal

গুরুতর অসুস্থ শাহ পরানের চিকিৎসা সহযোগিতায় এগিয়ে এসেছেন নগরীর বিভিন্ন ব্যক্তিবর্গ। গতকাল সন্ধ্যায় ডাঃ আল আমিন অনুদান প্রদান করেন। অনুদানের টাকা শাহ পরানের বোনের হাতে তুলে দেন ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন নিপু। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশার।

টাকা প্রদান অনুষ্ঠানে লিটন বাশার মানবতার সেবায় সদা হাস্যজ্বল শাহ পরানের চিকিৎসা সহযোগিতায় সকলকে এগিয়ে আসার আহবান জানান।

এর পূর্বে শুক্রবার গুরুতর অসুস্থ শাহ পরানের চিকিৎসা সহযোগিতায় ফেইথ শিক্ষা পরিবারের পরিচালক সফিকুল ইসলাম শামীম নিজস্ব তহবিল থেকে ১০ হাজার টাকা প্রদান করেছেন প্লানেট ওয়াল্ড শিশু পার্কে ফেইথ শিক্ষা পরিবারের বার্ষিক শিক্ষ সফর শেষে শাহ পরানের পক্ষে তার বোন এ টাকা বুঝে নেন। এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের বিভাগীয় সাধারণ ও বরিশাল টুডে’র সম্পাদক শাহীন হাফিজ, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক কেএম উজ্জল, প্রত্যয় ডেভেল পমেন্ট’র ব্যবস্থাপনা পরিচালক একে চৌধুরী ক্বাফী সহ ফেইথ শিক্ষা পরিবারের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০