July 22, 2017

বাবুগঞ্জে জোড়া খুনের আসামী সমীরন গ্রেফতার

--- ১৫ জানুয়ারি, ২০১৪

বাবুগঞ্জের জোড়া খুনের মামলার আসামী সমীরনকে ঢাকার ফার্মগেট এলাকা থেকে সোমবার সন্ধ্যায় বাবুগঞ্জ থানার পুলিশ গ্রেফতার করেছে। তাকে বাবুগঞ্জে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে সে নিজের গর্ভধারনী  মা ও আপন ভাইকে হত্যার কথা স্বীকার করে চাঞ্চল্যকর তথ্য প্রদান করেছে। 

গ্রেফতারকৃত সমীরণ জানায় বড় ভাই সুশীল মৃধার সাথে তার  জমি- জমা নিয়ে বিরোধ থাকায় তাকে হত্যার পরিকল্পনা করে। সে অনুযায়ী ৬ জানুয়ারী রাতে ঘুমিয়ে থাকা অবস্থায় সুশীলকে কুপিয়ে হত্যা করে। এ সময় শব্দ পেয়ে  মা মনিকা মৃধাকেও কুপিয়ে হত্যা করে।

মা ও ভাইয়ের হত্যাকান্ড নিশ্চিত হওয়ার পর সে লাশ দু’টি কম্বল দিয়ে ঢেকে রেখে ঘরের বাইরে তালা মেরে পালিয়ে যায়। বাবুগঞ্জ থেকে বাইসাইকেল যোগে বাসসস্ট্যান্ড গিয়ে ঢাকায় বাসে উঠে পালিয়ে যাওয়ার পর সে পত্র-পত্রিকায় জানতে পারে তার দু’ বোন ঢাকা থেকে বাবুগঞ্জে এসে তার বিরুদ্ধে মামরা করেছে।

প্রসঙ্গত: বাবুগঞ্জের উপজেলার উত্তর দেহেরগতির খ্রীষ্টান পল্লীতে ৭ জানুয়ারী গভীর রাতে এ নৃশংস হত্যা কান্ড সংঘঠিত হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১