July 23, 2017

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফল প্রকাশ

--- ২৭ জানুয়ারি, ২০১৪

nu

উত্তরপত্রে জালিয়াতির অভিযোগ ওঠার এক দিন পর ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যাতে উত্তীর্ণ হয়েছে ৮৩ শতাংশ শিক্ষার্থী।
এর মধ্যে প্রথম মেধা তালিকায় রাখা হয়েছে ১ লাখ ৭২ হাজার ৫৮২ জনের নাম।

সোমবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেধা তালিকায় যাদের নাম এসেছে তাদের ৪৯ শতাংশই ছাত্রী।

গত ২৭ ডিসেম্বর সারাদেশে মোট ৫১৬টি অনার্স কলেজের ৩০টি বিষয়ে ২ লাখ ৪৭ হাজার ১৪৫টি আসনের বিপরীতে চার লাখ ১৩ হাজার ৪৫৪ জন পরীক্ষায় অংশ নেয়।
এবার মানবিক শাখায় এক লাখ ৭০ হাজার ১৯৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ৬৭ হাজার ২৭৯ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৯৮ শতাংশ।
বিজ্ঞান শাখায় ৫৪ হাজার ৭৬১ জনের মধ্যে ৫০ হাজার ৪৭৭ জন পরীক্ষার্থী পাস করেছে, পাসের হার ৯২ শতাংশ।

আর ব্যবসায় শিক্ষা শাখায় এক লাখ ৮৮ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ২৯ হাজার ৪২২ জন পাস করেছে, পাসের হার ৬৮ শতাংশ।

মেধা তালিকায় অন্তর্ভুক্তদের ভর্তির ব্যাপারে পরবর্তী করণীয় জানতে পরীক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখার পরামর্শ দেয়া হয়েছে।

এসএমএসে ফল জানতে ঘট স্পেস দিয়ে অঞ লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

এছাড়া সোমবার রাত ৯টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions এ ভর্তি পরীক্ষার ফল পাওয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১