July 22, 2017

পটুয়াখালীতে লঞ্চডুবি ॥ উদ্ধারকাজ চলছে

--- ২৭ জানুয়ারি, ২০১৪

patuakhali

লোহালিয়া নদীতে শিথিল-১ নামে একটি একতলা যাত্রীবাহী লঞ্চ  সোমবার সন্ধ্যায় ডুবে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহত ও নিখোঁজ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীরা জানান, পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশে আঁচল-৫ নামে একটি লঞ্চ যাচ্ছিল। মাঝ নদীতে শিথিল-১ থেকে আঁচল-৫ লঞ্চে মাছ তোলা হচ্ছিল। এ সময় দুটি লঞ্চই ধীরগতিতে চলছিল। আঁচল-৫-এর ধাক্কায় শিথিল-১ লঞ্চটি কাত হয়ে অর্ধেকটা ডুবে যায়। এ সময় যাত্রীরা অনেকে নদীতে ঝাঁপ দেন। লঞ্চের বেঁচে যাওয়া যাত্রীরা জানান, লঞ্চটিতে খুব বেশি যাত্রী ছিল না।

ঘটনাস্থলে পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডুবুরি ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ চালাচ্ছেন।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১