July 22, 2017

বালু উত্তোলনের প্রতিবাদে বাকেরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ

--- ১০ ফেব্রুয়ারি, ২০১৪

BAKERGONJ-DRAZER--

ড্রেজার দিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন এবং নদী ভাঙ্গনের হাত থেকে ফসলি জমি রক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাকেরগঞ্জের বাহাদুরপুরে সহস্রাধিক এলাকাবাসী। সোমবার সকাল সাড়ে ১১ টায় ভাঙ্গনকবলিত তুলাতলা নদীর তীরে এ মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সমাজসেবক সোহরাব হোসেন মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন হাবিবুর রহমান মাতুব্বর, মোঃ রফিকুল ইসলাম, মোঃ সেলিম মাতুব্বর, সুবর্ণা রাণী, সুধির ঘরামী, মনিদ্র সরদার, অনিমা রাণী, লাভলী বেগম, ইব্রাহিম খান প্রমুখ।

এলাকার জনৈক হুমায়ুন কবির লিটনসহ একটি সিন্ডিকেট অনেকদিন ধরে নদী থেকে অবৈধভাবে ৩/৪টি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। বালু উত্তোলনের কারনে ঐ এলাকার কয়েক শত একর ফসলি জমিসহ শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। বালু উত্তোলনে বাধা দিলে লিটন ও তার ক্যাডার বাহিনী গ্রামবাসীদের ওপর হামলা ও তাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার হুমকি দেয় বলে অভিযোগ করেন স্থানীয়রা। এ বিষয়ে জেলা প্রশাসকসহ উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্থক্ষেপ কামনা করেন তারা।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১