July 27, 2017

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা পাঁচ দিনের সফরে আজ বরিশাল আসছেন

--- ২৩ ফেব্রুয়ারি, ২০১৪

dan-mazina

যুক্তরাষ্ট্রের রাষ্টৃদূত ড্যান মজীনা এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি ২৪শে ফেব্রুয়ারী পাঁচ দিনের সফরে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি, বরগুণা এবং ভোলা সফর করবেন। এই সফর বংলাদেশের ৬৪টি জেলা সফরে রাষ্ট্রদূতের অঙ্গীকারের চলমান সফরের অংশ।      

সফরে রাষ্ট্রদূত এবং মিশন পরিচালক ইউএসএআইডির পরিচলিত কর্মসূচির স্থান পরিদর্শন করবেন যার মধ্যে রয়েছে ওয়াশ (ওয়াটার, সেনিটেশন ও হাইজিন,) সেরিয়াল সিস্টেমস ইনিশিয়েটিভ অফ সাউথ এশিয়া(সিএসআইএসএ), স্প্রিং(স্ট্রেংথেনিং পার্টনারশিপস রেজাল্টস এন্ড ইনোভেশন ইন নিউট্রিশন গ্লোবালি), মৎস্য খামার প্রকল্প, নব-জীবন কম্যুনিটি এবং সব্জি খামার। এছাড়াও রাষ্ট্রদূত স্থানীয় সরকার কর্মকর্তা, পুলিশ এসপি, নাগরিক সমাজ এর সাথে সাক্ষাৎ করবেন এবং জেলাগুলো সফরের সময় সে অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান ভ্রমণ করবেন।    

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১