July 22, 2017

বরিশালে বিআরটিসি বাস ভাংচুর ॥ আটক দুই

--- ৪ মার্চ, ২০১৪

barisal-brtc-bus-atack

বরিশাল নগরীর রুপাতলী এলাকায় বিআরটিসি বাসে হামলা চালিয়ে ভাংচুর করেছে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা।

এসময় বাস চালক আইনুল ইসলাম ও হেলপার মোজাম্মেল হোসেনকে বেধড়ক মারধর করা হয়েছে।

মঙ্গলবার সাড়ে এগারোটার দিকে লিলি পেট্টল পাম্পের সম্মুখে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতদের উদ্ধার করে বরিশাল শেরে-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে এ হামালার ঘটনায় দুই মোটরসাইকেল চালককে আটক করেছে র‌্যাব-৮এর সদস্যরা।

আটকরা হলেন- রুপাতলী এলাকার আব্দুল মজিদের পুত্র মো. ইমরান খান (২৪) ও মৃত আবুল কালাম মৃধার পুত্র গোলাম রাব্বি (২৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লিলি পেট্টোল পাম্পের সামনে বসে ১০/১৫জন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক বিআরটিসি (ঢাকা মেট্রো-ব-১১০০২৪) বাসে অর্তকিত হামলা চালায়। এসময় প্রতিরোধে বাস চালক আইনুল ইসলাম ও হেলপার এগিয়ে গেলে তাদের বেধম মারধর করা হয়। খবর পেয়ে রুপাতলীস্থ র‌্যাব-৮ কার্যালয়ের সদস্যরা দুই মোটর চালককে আটক করেন।

এদিকে বরিশাল বিআরটিসি ডিপো ম্যানেজার মো. জামিল হোসেন জানান, বাকেরগঞ্জ উপজেলার লেবুখালি ফেরিতে আগে ওঠা নিয়ে মোটরসাইকেল চালকদের সাথে বাস স্টাফদের বাকবিতান্ডা হয়। এঘটনায় তার ক্ষুদ্ধ হয়ে দ্রুত মোটরসাইকেল চালিয়ে রুপাতলী গিয়ে বাসে হামলা চালায়।

এসময় তাদের দুই স্টাফ গুরুতর আহত হয়েছেন দাবি করে বলেন একটি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে বিআরটিসির পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা দেয়া হলে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।    

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১