July 22, 2017

ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে শয়তানী শক্তির কবল থেকে জাতি মুক্তি পাবে ॥ পীর সাহেব চরমোনাই

--- ৬ মার্চ, ২০১৪

pir-shaeb-chormoni

শাহীন হাফিজ ॥ চরমোনাই’র পীর সাহেব হযরত মাওলানা মুফতী রেজাউল করিম বলেছেন, শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে ইসলামী শক্তি আজ পরাজিত। যারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, তাগুতী শক্তির এজেন্ট শাসকগোষ্ঠী তাদেরকে বিভিন্নভাবে হামলা-মামলা ও হয়রানী করে দাবিয়ে রাখতে চাচ্ছে। তারা সাধারণ মুসলমানদের বিভ্রান্ত করতে ওলামায়ে কেরাম ও মসজিদ-মাদরাসা সংশ্লিষ্টদেরকে জঙ্গি হিসেবে প্রমাণ করতে সকল চক্রান্ত অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। এর মোকাবেলা করেই ইসলামকে বিজয়ী করতে হবে। তিনি এজন্য ওলামায়ে কেরামের ঐক্যের প্রতি গুরুত্বারোপ করে বলেন, ওলামায়ে কেরাম নেতৃত্ব দিলে শয়তানী শক্তি মাথা উচু করে দাড়াবার সাহস পাবে না। বৃহস্পতিবার চরমোনাই মাহফিলের দ্বিতীয় দিনে ওলামা সম্মেলনে সভাপতির বক্তৃতা করেন।

ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় দাওয়াতুল হক বাংলাদেশ-এর আমীর ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আামা মাহমুদুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, আহলে সুন্নাত ওয়াল জামাআত পরিষদ এর মহাসচিব ও শায়খ যাকারিয়া রহ. ইসলামিক রিসার্চ সেন্টার এর পরিচালক মুফতী মিজানুর রহমান সাঈদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতী মুহিব্বুল্লাহিল বাকী নদভী, হাটহাজারী মাদরাসার মাওলানা মোমতাজুল করীম বাবা হুজুর, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, কেন্দ্রীয় নেতা মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম প্রমূখ। ওলামা সম্মেলনে সারাদেশের শতাধিক আলিয়া ও কওমী মাদরাসার বিশিষ্ট আলেমগণসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। মাহফিলের তৃতীয় দিনে আজ শুক্রবার ই শা ছাত্র আন্দোলনের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১