July 22, 2017

বরিশালে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাঁধা

--- ১৭ মার্চ, ২০১৪

barisal-bnp

বিএনপির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেফতার করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও নগর বিএনপি। সোমবার বেলা সাড়ে এগারোটায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শেষে মিছিল বের করতে গেলে পুলিশের বাঁধায় তা বের হতে পারেনি।

জেলা দক্ষিণ বিএনপির সভাপতি এবায়দুল হক চাঁনের সভাপতিত্বে এখানে বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার ভোট আর জন আন্দোলন ভয় পায় বলে প্রহসন মূলক নির্বাচন করছে, আন্দোলণ দমাতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করে জেলে পুরছে। এই অগণতান্ত্রিক সরকারকে হটাতে এবং গণতন্ত্র রক্ষার জন্য খালেদা জিয়ার নেতৃত্বে দেশ রক্ষায় সরকার পতন আন্দোলনে কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ জনতাকে সামিল হওয়ার আহবান করেন।

এখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামার ফারুক খান, যুগ্ম সম্পাদক জিয়া উদ্দিন সিকদারসহ অন্যরা।
সমাবেশ শেষে মিছিল বের করতে চাইলে পুলিশ মিছিলে বাঁধা দিলে তা বের হতে পারেনি।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১