July 22, 2017

বরিশালে নানা আয়োজনে বঙ্গবন্ধুর ৯৪তম জন্ম বার্ষিকী উদ্যাপিত

--- ১৭ মার্চ, ২০১৪

নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে জাতির জনক বঙ্গবন্ধুর ৯৪তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় অশ্বিনী কুমার হল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও মহানগর আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুলের শ্রদ্ধা জানায়। সাড়ে নয়টায় বরিশাল অডিটরিয়ামে আলোচনা সভা, শিশু সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভার প্রধান অতিথি শওকত হোসেন হিরন এমপি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ্য বাঙালী বঙ্গবন্ধুর জীবন ছিল  মেহনতি মানুষের মুক্তির সংগ্রামে সমৃদ্ধ। নিজের জীবনের বিনিময়ে তিনি বাঙ্গালী জাতির মুক্তি আর উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেন। শিশুদের প্রতি তিনি ছিলেন বেশ ¯েœহশীল। তাই আজকের দিনে বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ বির্ণিমানে অনুষ্ঠানস্থলে উপস্থিত শিশুদের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক মো. শহীদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীর কমিশনার মো. গাউস। বক্তব্য রাখেন, পুলিশ সুপার একেএম এহ্সান উল্লাহ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীসহ অন্যরা।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১