July 22, 2017

বাকেরগঞ্জে সন্ত্রাসী হামলায় মোটর সাইকেল চালক নিহতের ৪ দিন অতিবাহিত হলেও মামলা হয়নি

--- ১৮ মার্চ, ২০১৪

সন্ত্রাসী হামলায় বাকেরগঞ্জে ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শাহীন নিহতের ৪ দিন অতিবাহিত হলেও মামলা দায়ের হয়নি। রবিবার বাকেরগঞ্জের ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ভাতশালা গ্রামের ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শাহীনকে সন্ত্রাসী সহোদর সুমন সন্যমত ও মিরাজ সন্যামত বেধড়ক পিটিয়ে মোটর সাইকেল, মোবাইল ও সাথে থাকা টাকা নিয়ে যায়।

গুরুতর অবস্থায় শাহীনকে এলাকাবাসী উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি ঘটলে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে ঐ দিনই শাহীনের মৃত্যু হয়।

নিহতদের মামা সার্জেন্ট (অবঃ) ওমর আলী জানান, তার ভাগ্নে নিহতের ৪ দিন পর গতকাল সরেজমিনে তদন্তের জন্য মঙ্গলবার বাকেরগঞ্জ থানা পুলিশ পরিদর্শন করেছে।
এদিকে ভাড়ায় চালিত হোন্ডা চালক সমিতি শাহিন হত্যার প্রতিবাদে কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ কর্মসূচী পালন করছে।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১