July 22, 2017

সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে নিবিড় পর্যবেক্ষণে থাকা এমপি হিরনকে

--- ২৪ মার্চ, ২০১৪

mp-hiron

মস্তিস্কে রক্তক্ষরন জনিত কারনে ঢাকার এ্যাপোলো হাসপাতালে অস্ত্রপচার শেষে নিবিড় পর্যবেক্ষনে থাকা সদর আসনের সংসদ সদস্য, সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন হিরনকে সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। আজ সোমবার ঢাকার এ্যাপোলো হাসপাতালের চিকিৎসকদের বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে হিরনের ঘনিষ্ট সূত্র জানিয়েছে। ঐ সূত্রটি জানিয়েছে কিছুক্ষণের মধ্যেই এমপি হিরনকে চিকিৎসকার জন্য এয়ারএম্বুলেন্স যোগে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তার সাথে স্ত্রী ও ছেলেও যাবেন বলে জানা গেছে।

প্রসঙ্গত ঃ শনিবার রাতে তিনি আকস্মিক ভাবে অচেতন হয়ে মেঝেতে পড়ে যান। তাৎক্ষনিক তাকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহা বিদ্যালয়ে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শে রাতেই জরুরী ভিত্তিতে তাকে ঢাকায় নিয়ে এ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার দু’দফা চেষ্টার পর দুপুর সাড়ে ১২টায় প্রায় তিন ঘন্টা অস্ত্রপচার শেষে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখার পর আজ সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় চিকিৎসকরা।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১