July 22, 2017

লেবুখালী ফেরী ঘাটে শ্রমিককে হত্যার ঘটনায় ৫৩ জনের বিরুদ্ধে মামলা

--- ২৯ মার্চ, ২০১৪

বরিশাল টুডে ॥ বরিশাল-পটুয়াখালী সড়কের বাকেরগঞ্জ উপজেলার লেবুখালী ফেরী ঘাটে পিকনিক পার্টির সদস্য ও বাস শ্রমিকদের সংর্ঘষে একজন নিহত হওয়ার ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে বাকেরগঞ্জ থানায় নিহত বাস শ্রমিক জসিম খানের বড় ভাই এর ভাই বাদল খান মামলাটি দায়ের করেন। মামলায় ৫৩ জনকে অভিযুক্ত করা হয়েছে। এতে নামধারী পিকনিক পর্টি ৩২ সদস্যসহ অজ্ঞাতনমা আরো ২১ জন আসামী করা হয়েছে।

প্রসঙ্গত ঃ শুক্রবার ভোর রাতে ফেরীতে আগে উঠাকে কেন্দ্র করে বাকেরগঞ্জ উপজেলার লেবু খালী ফেরীতে আগে উঠাকে কেন্দ্র করে যশোর থেকে আসা কুয়াকাটাগামী পিকনিক পার্টির সদস্যদের সাথে সাকুরা ও সুগন্ধা পরিবহনের বাস শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে পিকনিক পার্টির সদস্যদের হামলায় জসিম নামে সাকুরা পরিবহনের  শ্রমিক নিহত হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১