July 22, 2017

বরিশালে বিকাশ থেকে ছিনতাই হওয়া টাকা উদ্ধার॥ গ্রেফতার-৩

--- ৩ এপ্রিল, ২০১৪

barisal-bikas

নগরীর বি-ক্যাশ এজেন্টের কাছ থেকে দিনে -দুপুরে ফিল্মি স্টাইলে গুলি বর্ষন ও বোমা ফাটিয়ে লুট করে নিয়ে যাওয়া ৫৬ লাখ টাকার মধ্যে আড়াই লাখ টাকা বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। টাকা লুট হওয়ার সময় স্থানীয় জনতা ছিণতাইকারীদের ব্যবহৃত প্রাইভেট কারের চালককে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে।

তার স্বীকারোক্তি অনুযায়ী আরো দু’ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী গতকাল এডিসি আতিকুর রহমান মিয়া পিপিএম এর নেতৃত্বে পুলিশ বাকেরগঞ্জ উপজেলার নেয়ামতি  এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের সদস্য মাসুদের বাড়ি থেকে আড়াই লাখ টাকা উদ্ধার করে।

উদ্ধারকৃত টাকা গুলো সবই একশ টাকার নোট বলে মামলার    তদন্তাকরী  কর্মকর্তা চিন্ময় জানিয়েছেন। মাসুদকে এখনো আটক করা সম্ভব হয়নি। বরং সে এডিসি আতিকুর রহমান মিয়ার মোবাইল ফোনে ফোন করে উল্টো হুমকি দিয়েছেন বলে জানাগেছে। এডিসি আতিক জানান খুব শিঘ্রই বাকী টাকা উদ্ধার করা যাবে। তবে ছিনতাই হওয়া টাকার মধ্যে কিছু টাকা একজ ছিনতাইকারী এফডিআর করে একটি ব্যাংকে জমানত রেখেছে বলে পুলিশ জানতে পেরেছে।

 

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

জুলাই ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১