October 22, 2017

হিরনকে দেখতে অ্যাপোলো হাসপাতালে প্রধানমন্ত্রী

--- ৫ এপ্রিল, ২০১৪

বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের বর্তমান সংসদ সদস্য শওকত হোসেন হিরনকে দেখতে ঢাকার অ্যাপোলো হাসপাতালে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার কিছু পরে প্রধানমন্ত্রী শওকত হোসেন হিরনকে দেখতে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত অ্যাপোলো হাসপাতালে যান এবং কিছু সময় অবস্থান করেন। তার চিকিৎসার সর্বশেষ খোঁজখবরও নিয়েছেন প্রধানমন্ত্রী।
 
শওকত হোসেন হিরন গত ২২ মার্চ মস্তিকের রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। এ সময় তাকে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং ওই রাতেই তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
 
এরপর ২৪ মার্চ তাকে এয়ার এ্যাম্বুলেন্সযোগে সিঙ্গাপুরে নিয়ে গ্লেনঈগল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু গত ৮ দিনেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায়  বৃহস্পতিবার শওকত হোসেন হিরনকে দেশে নিয়ে আসা হয়। এবং আবারও ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

অক্টোবর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« সেপ্টেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১