September 25, 2017

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-২

--- ১৬ জানুয়ারি, ২০১৭

জেলার বাবুগঞ্জ উপজেলার বকুলতলা নামকস্থানে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ট্রাক ও যাত্রীবাহি মাহিন্দ্রার মুখোমুখী সংঘর্ষে দুই নারী যাত্রী নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহতরা হলেন, বাবুগঞ্জ উপজেলার পশ্চিম ভুতেরদিয়া গ্রামের কাঞ্চন বালা (৬৫) ও শাহনাজ বেগম (৫৫)। শেবাচিম হাসপাতালে ভর্তি হওয়া গুরুতর আহতরা হলেন, হুমায়ুন কবির, মোঃ খলিলুর রহমান ও রিমি।
বিমানবন্দর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মীরগঞ্জ থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওয়ানা হওয়া মাহিন্দ্রার সাথে বকুলতলা নামস্থানে বসে স্থানীয় মনিরের ইটভাটার ট্রাক ইট ভর্তি করে যাওয়ার সময় রাস্তার মোড়ে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাঞ্চন বালা (৬৫) নিহত ও পরে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহনাজ বেগম (৫৫) মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০