September 25, 2017

বরিশাল জেলা পরিষদের মার্কেট পরিদর্শনে চেয়ারম্যান

--- ২০ জুন, ২০১৭

01

নগরীর নথুল্লাবাদ ব্রীজের পশ্চিমে দক্ষিন পার্শ্বে বরিশাল জেলা পরিষদের মালিকানাধীন মার্কেট মঙ্গলবার পরিদর্শন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। দুপুরে চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ নথুল্লাবাদ মার্কেট পরিদর্শনে যান। এসময় জেলা পরিষদের সীমানা প্রাচীর পরিদর্শন করেন। জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মইদুল ইসলাম জানান, নথুল্লাবাদ ব্রীজের পশ্চিমে দক্ষিন পার্শ্বে বরিশাল জেলা পরিষদের মালিকানাধীন ও রেকর্ডীয় জমির ১১৬১নং দাগের সীমানা প্রাচীর পরিদর্শন করা হয়েছে।

জেলা পরিষদের বেদখলকৃত সকল স্থাপনা উদ্ধার করা হবে বলে চেয়ারম্যান জানান।

তিনি এ বিষয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এসময় বিমানবন্দর থানার সিনিয়র সহকারী কমিশনার ফরহাদ সরদার, ওসি তদন্ত এ আর মুকুল, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপ-সহকারী প্রকৌশলী জাহিদুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০