September 25, 2017

বরিশাল বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল ইয়াবাসহ আটক

--- ৮ জুলাই, ২০১৭

POLICE1

এস. এম ফাহাদ, বাবুগঞ্জ – বরিশাল থেকে: বরিশাল বিমানবন্দর থানা পুলিশের কনস্টেবল কাম কম্পিউটার অপারেটর মেহেদী হাসানকে ২৯ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা আবু সাঈয়েদ নামেও এক ব্যক্তিকে আটক করা হয়। শুক্রবার (০৭ জুলাই) রাতে তাদের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া গ্রামের আলী হোসেন মোল্লার দোকানের পাশ থেকে আটক করা হয়। কনস্টেবল মেহেদী হাসানের বাড়ি বাবুগঞ্জ উপজেলার বিমানবন্দর থানার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামে। তার বাবার নাম মৃত আইউব আলী আকন। আবু সাঈয়েদের বাড়ি বানারীপাড়ার চাখার গ্রামে। তার বাবার নাম আলী হোসেন সরদার। বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন জানিয়েছেন- মাদকবিরোধী অভিযানে তাদের দুইজনকে আটক করা হয়। কনস্টেবল মেহেদী হাসানের কাছ থেকে ২৯ পিস ও সহ সাইদুল খান, হারুন মাঝী, মজিবুর হাওলাদার সন্দেহজনক ভাবে আটক করা হয়। আবু সাঈয়েদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ওই অভিযানে এসআই গাজী নজরুল ইসলাম, হেমায়েত উদ্দিন, শাহানুর, উত্তম কুমার পাল ও রুহুল আমিন অংশ নেন।

ফটো ক্যাপসন: আটককৃত পুলিশের কনস্টেবল মেহেদী হাসান ও তার সহযোগী আবু সাঈয়েদ

 

ফেইসবুকে আমরা

পুরনো সংখ্যা

সেপ্টেম্বর ২০১৭
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
« আগষ্ট    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০